অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন এখন তাকে ঘিরেই। পালোয়ান ফোগতের কন্যা-কন্যা বিনেশ ফোগত। শুরুতেই বাধা। বিমান জটে আটকে মঙ্গলবার থমকে গেল টোকিও যাত্রা।।
মঙ্গলবারই ফোগতের কন্যার টোকিও পৌঁছে যাওয়ার কথা ছিল। যদিও ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাঁকে।
জানা গিয়েছে, ফ্রাঙ্কফুর্ট থেকে টোকিওর কানেক্টিং বিমান ধরার কথা ছিল বিনেশের। কিন্তু ফ্রাঙ্কফুর্টে তিনি পৌঁছনোর পর জানা যায় যে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাঁকে যতদিনের জন্য হাঙ্গেরিতে থাকার ভিসা দিয়েছিল, তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বাড়তি একদিন থেকেছেন তিনি।
যে কারণে তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। তবে ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে সংবাদসংস্থাকে জানানো হয়েছে যে, বিনেশের সমস্যা মিটে গিয়েছে।
কথাবার্তা বলার পর তাঁকে টোকিও রওনা হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।