প্যারালিম্পিক্সে ভারতের রঙিন রবিবার। ভবানিবেন পটেল, নিশাদ কুমারের পর একই দিনে ভারতের তৃতীয় পদক এল বিনোদ কুমারের হাত ধরে।
পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টে ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনোদ।
রবিবার এশীয় রেকর্ডও ভেঙে দিলেন বিনোদ। ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে বিনোদের থ্রো।
তাঁর চেয়ে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করে (১৯.৯৮ মিটার) রুপো জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার সান্দোর ভেলিমির।
পোল্যান্ডের কোসেউইচ পিওতর ২০.০২ মিটার ডিসকাস ছুড়ে সোনা জিতে নিয়েছেন।বিনোদের কৃতিত্বে উচ্ছ্বসিত রাহুল গাঁধী।
তিনি ট্যুইট করেছেন, 'ভারতীয় খেলাধুলোর কাছে বড় দিন। এশীয় রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ কুমার।ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।