অধিনায়ক হিসাবে IPL-এর শেষ ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপরেও আইপিএল খেলবেন তিনি। কিন্তু আর অধিনায়কত্ব করবেন না।
KKR-এর কাছে হেরে এবারের মতো আইপিএল অভিযান শেষ হল RCB এবং বিরাটের। ম্যাচ শেষে বিরাট জানান, যতদিন আইপিএল খেলবেন, আরসিবির জার্সি গায়েই খেলবেন। কিন্তু অধিনায়কত্ব আর নয়।
শেষ ম্যাচ যদিও ভাল কাটল না বিরাটের। কলকাতা নাইট রাইডার্সের কাছে চার উইকেটে হেরে আইপিএল থেকে বিদায় নেওয়ার পরও দলের ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। ম্যাচ শেষে কোহলীর মুখে ভবিষ্যতের বার্তা। ব্যাঙ্গালোর দলে তরুণদের সুযোগ দেওয়ার সংস্কৃতি তৈরি করতে পেরে গর্বিত তিনি।
আরসিবি অধিনায়ক বলেন, ‘‘আমি সব সময় একটা জিনিস চেষ্টা করে গিয়েছি, যাতে নতুন ক্রিকেটাররা উঠে আসে এবং নিজেদের প্রকাশ করে। ভারতের হয়েও একই কাজ করেছি। এটুকু বলতে পারি আমি আমার ১২০ শতাংশ দিয়েছি এই দলের জন্য। পরেও ক্রিকেটার হিসেবে দেব। যে দায়িত্ব নেবে, এটাই তার জন্য সেরা সময়।’’