মহম্মদ শামির (Mohammad Shami) ট্রোলার্সদের তীব্র আক্রমণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। পাকিস্তান (Pakistan) ম্যাচে হারের পর ধর্ম নিয়ে শামিকে সোশাল মিডিয়ায় আক্রমণ করে কিছু অনুরাগী। শনিবার সাংবাদিক বৈঠকে এসে নিন্দুকদের একহাত নিলেন বিরাট।
পাকিস্তান ম্যাচে হারের পর ভারতীয় ক্রিকেটের প্রতি শামির আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হয়। আক্রমণ করা হয় তাঁর ধর্ম নিয়েও। বিরাট শনিবার এই প্রসঙ্গে বলেন, কিছু মেরুদণ্ডহীন মানুষ এসব প্রশ্ন তুলতে পারে। বিরাট জানান, এগুলো মানুষের নীচু মনের পরিচয়। এর জন্য শামির সঙ্গে সম্পর্ক কোনও দিন খারাপ হবে না।
টিম ইন্ডিয়ার বহু ম্যাচের নায়ক মহম্মদ শামি। পাকিস্তান ম্যাচে ভারতের জঘন্য হারের পর শামির বিরুদ্ধে ধর্ম নিয়ে মন্তব্য করা হয়। তা নিয়েই তোলপাড় হয় সোশাল মিডিয়া। সচিন তেন্ডুলকর, হর্ষ ভোগলে, বীরেন্দ্র সেহওয়াগ, সবাই এই ঘটনার প্রতিবাদ করেন। এদিন সাংবাদিক বৈঠকে এসে ক্ষোভ উগরে দিলেন বিরাটও।