আইসিসি(ICC) T20 ব্যাটার্স র্যাঙ্কিংয়ে তিন ধাপ নেমে প্রথম দশের তালিকা থেকে ছিটকে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি(Virat Kohli)। সাম্প্রতিক সময়ে লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরেই আইসিসির ব্যাটার্স র্যাঙ্কিংয়ের প্রথম দশ থেকে ছিটকে গেলেন ভারতের(India) এই তারকা ব্যাটার্স। টানা ১৮ মাস এক থেকে দশের মধ্যে র্যাঙ্কিং ধরে রাখার পর এই ঘটনায় বিস্মিত ক্রিকেট দুনিয়া।
আইসিসি(ICC) T20 ব্যাটার্স র্যাঙ্কিংয়ের প্রথম দশে আছেন একমাত্র ভারতীয় ব্যাটার্স কেএল রাহুল(KL Rahul)। নিউজিল্যান্ড সিরিজে(New Zealand Series) দুরন্ত পারফরম্যান্সের পর আইসিসির ব্যাটার্স তালিকায় ৫ নং-এ উঠে এসেছেন তিনি। এছাড়া ভারত অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma) তালিকায় দু’ধাপ উঠে ১৩ নং-এ আছেন। নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপ্তিল(Martin Guptill) রয়েছেন ১০ নং-এ।
আরও পড়ুন- Meat Controversy: 'গরু-শুয়োর নেই কেন'? মাংস বিতর্কে উত্তাল ২২ গজ, অবস্থান স্পষ্ট করল বিসিসিআই
চলতি মাসেই বাংলাদেশকে(Bangladesh) তাদের ঘরের মাঠে দুরমুশ করেছে পাকিস্তান(Pakistan)। ফলে যথারীতি পাক ব্যাটার্স বাবর আজম(Babar Azam) T20 র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। এর পাশাপাশি ধারাবাহিক ভালো পারফরম্যান্সের ফলে পাকিস্তানের(Pakistan) আরেক তারকা ব্যাটার্স মহম্মদ রিজওয়ান(Mohammad Rizwan) উঠে এসেছেন ৪ নং-এ।