T-20 World Cup স্কোয়াডে একাধিক স্পিনার থাকলেও জায়গা হয়নি যুজবেন্দ্র চহালের। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে। সেই বিতর্কের জবাব দিলেন কোহলি।
চহালকে বাদ দেওয়া প্রসঙ্গে কোহলী বলেন, “চহালকে বাদ দেওয়া বেশ কঠিন সিদ্ধান্ত। রাহুল চহার বেশ জোরে বল করতে পারে, সেই জন্য ওকে দলে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কাতে ভাল করেছে ও। দুবাইতে পিচ মন্থর হবে, যারা জোরে বল করতে পারবে, তারা সুবিধা পাবে। রাহুল জোরে বল করে। উইকেটে বল রাখতে পারে। সেই জন্য ওকে নেওয়া হয়েছে।”
Rahul Dravid: শাস্ত্রীর পর ভারতের নতুন কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়
বহু দিন পর টি২০ দলে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কোহলী বলেন, “অশ্বিন খুব সাহসের সঙ্গে বল করছে। এটা ওকে পাল্টে দিয়েছে। পোলার্ডের মতো ব্যাটারকেও ঠিক জায়গায় বল ফেলতে দ্বিধা করছে না ও। টি২০ বিশ্বকাপে দলে নিয়ে সাদা বলের ক্রিকেটে ভাল খেলার পুরস্কার দেওয়া হয়েছে অশ্বিনকে। রবীন্দ্র জাডেজা এবং এক সঙ্গে খেললে দলের ভাল হবে।”