আবারও এক অবসরের ঘোষণা। টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব আগেই ছেড়েছিলেন। এ বার আইপিএল- (IPL 2021)এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করলেন বিরাট কোহলী। রবিবার রাতে আরসিবি-র পোস্ট করা একটি ভিডিয়োর মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোহলী।
কোহলী বলেন, “ এটাই তাঁর অধিনায়ক হিসেবে আরসিবি-তে শেষ মরসুম। গতকালই এনিয়ে দলের পরিচালন সমিতির সঙ্গে কথা বলেন বিরাট। বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা তিনি ভাবছিলেন বলেও জানান ভারত অধিনায়ক।নিজেকে চাপমুক্ত রাখতে, মানসিক ভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতে লক্ষ্য নির্ধারনে আরও বেশি মনযোগী হওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিরাট।