করোনা আবহে এবারেও কল্পতরু উৎসবে ভক্তশুন্য থাকবে (Kalpataru Utsav) কাশীপুর উদ্যানবাটি। ১-৩ জানুয়ারি উদ্যানবাটিতে ভক্তদের প্রবেশ নিষেধ। তবে অনলাইনে দেখা কল্পতরু উৎসব।
বছরের প্রথম দিন পালিত হয় কল্পতরু উৎসব। ২০২১ সালে ১ জানুয়ারিও করোনা আবহে কাশীপুর উদ্যানবাটীতে ঢুকতে পারেননি ভক্তরা। তবে প্রতিবারের মতো প্রথা মেনেই পুজো হয়েছিল। সকালে মঙ্গলারতির মাধ্যমে সূচনা হয় কল্পতরু উত্সবের। তারপর বিশেষ যজ্ঞ হবে।
১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘চৈতন্য হোক’৷ এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব হিসেবে৷