ভারতে যদি ব্রিটেনের মতো পরিস্থিতি হয়, তাহলে প্রতিদিন নতুন করে করোনায় (Coronavirus) আক্রান্ত হতে পারেন ১৪ লক্ষ মানুষ। এমনই আশঙ্কা কেন্দ্রীয় সরকারের।
নীতি আয়োগের (Niti Aayog) সদস্য-স্বাস্থ্য ভিকে পল সাংবাদিকদের বলেছেন, ইংল্যান্ড বা ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলিতে যে গতিতে সংক্রমণ চলছে,সেই গতিতে ভারতে সংক্রমণ ছড়ালে প্রতিদিন ১৩ থেকে ১৪ লক্ষ মানুষ আক্রান্ত হতে পারে।
Omicron: দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে গেল, সতর্কতা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
শুক্রবার ব্রিটেনে সর্বাধিক দৈনিক করোনা সংক্রমণের খবর সামনে এসেছে। ওই দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ হাজার ৪৫ জন। নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৩,২০১ জন৷ ওমিক্রনে ওদেশে মোট আক্রান্ত ১৪ হাজার ৯০৯ জন।
এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারের মধ্যেই উদ্বেগ ছড়িয়েছে। ভারতও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে এবং স্বাস্থ্য সংক্রান্ত সংকট দেখা দিলে তার মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।