T20 বিশ্বকাপে পরপর দুটি ম্যাচে জয় পেল ভারত। স্কটল্যান্ড ম্যাচের পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে হল পার্টি। উপলক্ষ শুধু জয় নয়। শুক্রবার ছিল অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। তাই টিমের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ যোগ দিলেন পার্টিতে। শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য শনিবার সকালে টুইটে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন বিরাট।
গ্রুপ ম্যাচের শেষ পর্বে ভারতের সামনে নামিবিয়া। এই ম্যাচেও জয় চাই ভারতের। তবে রবিবার T20 বিশ্বকাপে নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচের দিকেও নজর থাকবে গোটা দেশের। এই ম্যাচে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারায়, তবেই সেমিফাইনালে পৌঁছবে ভারত।
পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ হেরে বেশ চাপে পড়েছিল ভারত। অধিনায়ক বিরাট কোহলিকেও সমালোচনার সামনে পড়তে হয়েছিল। আফগানিস্তান ম্যাচ থেকেই টিমের ভাগ্য ফিরতে শুরু করেছে। জন্মদিনেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। আর বড় রান রেটে স্কটল্যান্ডকে হারায় টিম ইন্ডিয়া।