ঘূর্ণিঝড় ইয়াসের পাশাপাশি ভরা কোটালের জেরে আদিগঙ্গায় বেড়েছে জলের পরিমাণ। এর ফলে সকাল থেকেই জলমগ্ন হয়ে পড়েছে কালীঘাটের বিস্তীর্ণ এলাকা। জল ঢুকেছে একাধিক বাড়ি ও দোকানে। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। হাঁটুজল পেরিয়ে দোকান-বাজারে যেতে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। সব নালা খুলে দিয়ে এই জল নামতে ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগব বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিকে ভরা পূর্ণিমায় গঙ্গার জলস্তর বেড়ে যায়। তার সঙ্গেই এ বার আবার যুক্ত হয়েছে ইয়াস। এই দু'য়ের প্রভাবে মধ্য কলকাতার বিভিন্ন এলাকায় গঙ্গার জল ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।