ভোটের মুখে ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত রাজ্যের প্রায় সাড়ে তিনশো জন। একদিনে করোনা প্রাণ কেড়েছে বাংলার ১ জনের। করোনাকে হার মানিয়ে ঘরে ফিরেছেন ২৯০ জন। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন বাংলার ৩৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়েছে হয়েছে ৫, ৭৯,৮২৬। এদিনে করোনায় মৃত্যু হয়েছে হাওড়ার এক বাসিন্দার। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১০, ৩০১।