দেশের মতোই রাজ্যের করোনা পরিস্থিতিও ভয়াবহ। রোজ নতুন রেকর্ড ছুঁচ্ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৯,২১৬ জন। তাঁদের মধ্যে ৩,৯৫৭ জনই উত্তর ২৪ পরগনা। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৫৪, ২৮২। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১১২ জনের। তাঁদের মধ্যে ৩৩ জনই উত্তর ২৪ পরগনার। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের। করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২, ০৭৬। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৭,৭৮০ জন। সুস্থতার হার ৮৫.৭৩ শতাংশ।