সংক্রমণ নিম্নমুখী হলেও রাজ্যে বাড়ছে মৃত্যু। আগের দিনের তুলনায় সামান্য হলেও মৃতের সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। তবে কমেছে সংক্রমণ। সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৫৯৫ জন রাজ্যবাসী। অর্থাৎ সংক্রমণ আগের দিনের তুলনায় খানিকটা কম। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯৮,৩০৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।
এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৬৭৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২,০২৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৫৯, ৫১০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ।