ক্রমশ উন্নতি হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতির। কমছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৮২ জন। কমেছে মৃত্যুও। একদিনে করোনার বলি ১০ জন। সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ।
দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে জলপাইগুড়ি। তৃতীয় স্থানে ফের কলকাতা।
ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,১৬,৪৮১। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৯৮০। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,০২৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৮৫,০১৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৯৩ শতাংশ।