রাজ্যের স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ৭৪৯ জন। করোনা প্রাণ কেড়েছে ১৫ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৪৯ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা , তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে পজিটিভিটি রেট ১. ৯০ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৬৯,০৭০।
এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৭৯৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৪৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৪২,৭০৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।