রাজ্যে ফের কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus)। শুক্রবার রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। গত একদিনে রাজ্যে করোনার বলি ১৩ জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ গিয়েছে ১৮,৮০৬ জনের।
স্বস্তি বাড়িয়ে রাজ্যে বাড়ছে সুস্থতার পরিমাণও। বঙ্গে এখনও সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। মৃত্যুর হার ১.২০ শতাংশ।
এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৭৮ জন৷ করোনা জয় করেছেন মোট ১৫ লক্ষ ৪৩ হাজার ৪০১ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ৬৯৪ জন।