রাজ্যে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা (Coronavirus) পরিস্থিতি। যদিও আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই ভালো। দৈনিক সংক্রমণে সবার আগে এখনও থাকছে রাজধানী কলকাতা (Kolkata), তারপরেই থাকছে উত্তর ২৪ পরগনা। মূলত এই দুই জেলাকে নিয়েই উদ্বেগ স্বাস্থ্য মহলের।
বুধবার সন্ধ্যার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনায় (Covid-19) আক্রান্ত হয়েছেন ৫৩৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ৮ জন।
কলকাতায় গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০৬ জন, মারা গিয়েছেন ৩ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা৷ সেখানে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। মারা গিয়েছেন ৩ জন।