এ বছরের তুলনায় ছুটির সংখ্যা কিছুটা কম, কিন্তু তাতে কী? সামনের বছর অর্থাৎ ২০২২ সালে দুর্গাপুজোয় রাজ্যের সরকারি কর্মচারীরা একটানা ১১ দিন ছুটি পেতে চলেছেন। এছাড়াও কালীপুজো, ভাইফোঁটা মিলিয়ে আরও চারদিন ছুটি।
শুক্রবার রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০২২ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। এনআই অ্যাক্ট অনুযায়ী এবার মোট ১৮টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। পুজোর ছুটি ৩০ সেপ্টেম্বর, পঞ্চমী থেকে লক্ষ্মী পুজো ১০ অক্টোবর পর্যন্ত।
গুরু রবিদাস, ইস্টার স্যাটারডে, হুল দিবস ও করম পুজোয় বিশেষ সম্প্রদায়ের সরকারি কর্মীদের ছুটি থাকবে। তবে রবিবারে পড়ায় ২০২২ সালে একাধিক ছুটি নষ্টও হবে। তার মধ্যে রয়েছে নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারি, শ্রমিক দিবস ১ মে, বখরি ঈদ ১০ জুলাই, মহালয়া ২৫ সেপ্টেম্বর, মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর, ২৫ ডিসেম্বরের মতো দিন।