এবার দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচিতে থাকবে প্রশিক্ষণ ও কর্মসংস্থান। নবান্ন সূত্রে জানা গেছে, কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে যুবক-যুবতীদের বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান (Employment) তৈরি করবে রাজ্য সরকার। কারিগরি শিক্ষা দফতর 'আমার কর্মদিশা' নামে একটি অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে কর্মসংস্থানে রাজ্যের যুবক-যুবতীদের সাহায্য করা হবে। প্রত্যেক জেলায় থাকবেন একজন করে প্রজেক্ট ম্যানেজার। বেসরকারি সংস্থার (Private Company) মাধ্যমে হবে ট্রেনিং।
আগামী ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই শিবির থেকেই ট্রেনিং ও কর্ম সংস্থানের কাজ শুরু করবে রাজ্য। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে, রাজ্যের ডিরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং দফতর। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশিক্ষকরা ওই শিবিরগুলোতে কাউন্সিলারের ভূমিকায় হাজির থাকবেন। এই কাজের দায়িত্বে থাকবেন মোট ২,৮৫৫ জন।
আরও পড়ুন: প্রতি মাসে নির্দিষ্ট দিনে রেশন পাবেন ১০ কোটির বেশি মানুষ, জানালেন মমতা
দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন বেসরকারি সংস্থাকে সামিল করবে রাজ্য। প্রশিক্ষণ দেওয়ার কাজ মূলত করবে ওই সংস্থাগুলো। এই প্রশিক্ষণ পাওয়ার জন্য কোনও অর্থ খরচ করতে হবে না। প্রশিক্ষণ দেওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাই ভাতা দেবে তাঁদের। প্রশিক্ষণ শেষ হলে কাজের নিশ্চয়তাও থাকবে। খুচরো বিক্রি, অফিসের কাজ, রান্নার কাজ, তথ্যপ্রযুক্তি বিষয়ক কাজ, বিদ্যুৎ সংক্রান্ত কাজ হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পর তাঁদের যোগ্যতা অনুযায়ী কাজ বেছে নিতে পারবেন রাজ্যের যুবক-যুবতীরা।