করোনা উপেক্ষা করে দুর্গাপুজোর ভিড়ে সংক্রমণের আশঙ্কা কয়েকগুণ বেড়ে গিয়েছে। বিভিন্ন জেলাতেও বাড়ছে সংক্রমণের হার। পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি পরীক্ষা ও টিকাকরণের ওপর জোর দিল রাজ্যের স্বাস্থ্য দফতর।
গতবছর পুজো পণ্ড হয়েছে। করোনা বিধি মেনেই এবার পুজো পালনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরই পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ঢল নামে। করোনা বিধি না মেনেই দেদার ভিড় হয় শহর ও জেলাগুলোতে। তাই সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা রাজ্য স্বাস্থ্য দফতরের। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ইতিমধ্যেই পুজোর পর সংক্রমণ বেড়েছে। আগামী সাত থেকে দশদিনের মধ্যে সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।
রাজ্য স্বাস্থ্য দফতর পুজোর পরই টিকাকরণের হার বাড়াতে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুরে শনিবার জেলাজুড়ে মেগাক্যাম্প তৈরি হয়েছিল। সেখানে এক লক্ষের বেশি মানুষের টিকাকরণ হয়েছে। গড়ে প্রতিদিন ৭০০ করে করোনা পরীক্ষা করা হচ্ছিল। লক্ষ্মীপুজোর পর তা বাড়িয়ে ১০০০ পরীক্ষা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উত্তরবঙ্গে সংক্রমণের প্রভাব কম থাকায় পরীক্ষাও কম হচ্ছিল। কিন্তু ফের বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলির হাসপাতালের পরিকাঠামো উন্নত করা হয়েছে। জেলার হাসপাতালগুলোতে আলাদা করে করোনা ওয়ার্ড রাখা হচ্ছে।