রাজ্যে আরও খানিকটা কমল দৈনিক করোনা(Corona) সংক্রমণ। কলকাতাতেও উন্নতি হল পরিস্থিতির। রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা ৬০৮। একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৬১৫ জন। উল্লেখযোগ্যভাবে কমেছে কলকাতায় মহামারীর দাপট। গত ২৪ ঘণ্টায় শহরে করোনা(Coronavirus) সংক্রমিতের সংখ্যা ১৫৮।
আরও পড়ুন- Omicron in India: আতঙ্কের নাম 'ওমিক্রন', ঘোজাডাঙা সীমান্তে চালু হল কোভিড পরীক্ষা শিবির
স্বাস্থ্য দফতরের(Health Department) পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬,১৮,০১৬। সুস্থ হয়েছেন ১৫,৯০,৮২৩ জন, প্রাণ হারিয়েছেন ১৯,৫২৩ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪০,২৪২টি, যার মধ্যে পজিটিভ রিপোর্ট ১.৫১ শতাংশ।