এমনিতে খালি চোখে দেখলে রাজ্যে কমছে করোনা। কিন্তু বিষয়টি কি আদপেই তাই? কেন্দ্রীয় সরকারের মতে, রাজ্যে পুজোর পর করোনা পরীক্ষা কমেছে৷
রাজ্যে করোনা পরীক্ষার (Corona Test in Bengal) নিম্নমুখী গ্রাফ ও সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র। দ্রুত দৈনিক করোনা (Covid) পরীক্ষা বাড়ানোর জন্য রাজ্যের স্বাস্থ্যসচিবকে (State Health Secretary) পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব (Central Health Secretary)।
Covid Wards and Safe Home: রাজ্যে বন্ধ হচ্ছে কোভিড ওয়ার্ড ও সেফহোম, জানাল স্বাস্থ্য দফতর
গত কয়েক দিন বাংলায় সাতশো-আটশোর ঘরে ঘুরছে দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বুধবার রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ৮০২। সংক্রমণ কিছুটা লাগাম পরলেও টেস্টের সংখ্যা কমেছে অনেকটাই। জুনের শুরুতে দৈনিক পরীক্ষার সংখ্যা পৌঁছে যায় ৭৫ হাজার ১৬১-তে। বুধবার সেই সংখ্যাটা নেমে এসেছে প্রায় অর্ধেকে। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ১৯টি। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র।