রাজ্যে(West Bengal) নতুন করে কোভিড আক্রান্ত (Covdi Affected) হলেন ৭০৫ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭৭৩১। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় (Kolkata) নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৯২ জন। মৃত্যু হয়েছে দুই জনের। উত্তর ২৪ পরগনায় North 24 Parganas) নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৭। মৃত্যু হয়েছে ৪ জনের। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে পাল্লা দিচ্ছে দার্জিলিংও। কোভিডে এখনও পর্যন্ত কলকাতায় মোট মৃত্যু হয়েছে ৫২৪১ জনের। উত্তর ২৪ পরগনায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৪৯২৮ জন। রাজ্যে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ১৯,৪৮৬।
রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ১৬ হাজার ৮৩ জন। কোভিডকে জয় করে ঘরে ফিরেছেন ১৫ লক্ষ ৮৮ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৬ লক্ষ ৩৯ হাজার ৪৫৯ জনের।