রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা(Coronavirus) আক্রান্ত হলেন ৭১০ জন । যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কম । শুক্রবার রাজ্যে কমেছে মৃতের সংখ্যাও । একদিনে মৃত্যু(Corona Death) হয়েছে ৯ জনের । সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ ।
বেশ অনেকদিন পর কলকাতায় ২০০-র নিচে নামল দৈনিক করোনা আক্রান্তে সংখ্যা । শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতায়(Kolkata) গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৮৩ জন । মৃত্যু হয়েছে ৩ জনের । অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় একদিনে কোভিডে আক্রান্তের সংখ্যা ১৪২ জন ।
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লাখ ১৩ হাজার ৪৫১ । মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৩৯ জনের । সক্রিয় করোনা(Active Corona Cases) রোগীর সংখ্যা ৭ হাজার ৮৪৭ । এখনও পর্যন্ত রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৮৬ হাজার ১৬৫ ।