দুর্গাপুজোর পর থেকেই রাজ্যে উর্ধ্বমুখী কোভিড গ্রাফ । বুধবারের তুলনায় বৃহস্পতিবার ফের বাড়ল সংক্রমণ । রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৯০ জন । গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের । সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ ।
দৈনিক সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কলকাতা । রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২৭৫ জন কলকাতার (Kolkata) । দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। সেখানে একদিনে আক্রান্ত ১৬৪ জন । হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনাতেও বাড়ছে সংক্রমণ ।
এদিকে, করোনার পজিটিভিটি রেট আগের দিনের তুলনায় বেড়েছে । বৃহস্পতিবার পজিটিভিটি রেট ২.১৮ শতাংশ । এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৯০ হাজার ৩২ জন। মোট মৃত্য ১৯ হাজার ১০৫ জন । এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লাখ ৬২ হাজার ৮১৮ ।