রাজ্যে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল ৩০ অক্টোবর পর্যন্ত। তবে উৎসবের মরশুমে পুজোর কথা মাথায় রেখে আগামী ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অর্থাৎ পঞ্চমী থেকে লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধে ছাড় দেওয়া হলো। বাকি দিনগুলিতে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি রাখার সিদ্ধান্ত নবান্নের।
রাজ্য সরকারের তরফে জারি করা বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে লোকাল ট্রেন পরিষেবা সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়নি। তাই ধরে নেয়া হচ্ছে, পরবর্তী কোনও বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সর্ব সাধারণের জন্য বন্ধই থাকছে রেল পরিষেবা।