রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ সামান্য কমল। স্বাস্থ্যদফতরের নয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৩২০ জন। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগী ৩৬৫৬ জন। বঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮০ হাজার ৯৯৯ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৩১০ জনের। আর করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ লক্ষ ৬৭ হাজার ৪৩৭ জন। সুস্থতার হার ৯৭.৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট ১৮, ২৪৩, যার মধ্যে ৬.৪৭ শতাংশ রিপোর্ট পজিটিভ।