পুজো কার্যত দোরগোড়ায়। তার আগে উদ্বেগে রাখছে রাজ্যের করোনা সংক্রমণের ছবিটা।
মঙ্গলবার সন্ধের স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। যা আগের দিনের তুলনায় একটু হলেও বেশি। সোমবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫২৪ জন। গত ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের।
কোভিড-১৯-কে (Covid-19) হারিয়ে গত একদিনে সুস্থ হয়েছেন ৫৯২ জন। অর্থাৎ দৈনিক করোনাজয়ীর সংখ্যা দৈনিক সংক্রমিতের চেয়ে বেশি।
Covid 19 Update: দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী, একদিনে আক্রান্ত ২৬,১৫৫
গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৮ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৯৮)। আর কোনও জেলায় অবশ্য দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ পেরয়নি। তৃতীয় স্থানে রয়েছে হুগলি (৩৬) এবং দক্ষিণ ২৪ পরগনা (৩৬)। রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট (Positivity Rete) কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ।