চিন্তা বাড়িয়ে খানিকটা ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড (COVID-19) গ্রাফ। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬২ জন। একদিনে মৃত্যু হয়েছে ১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের ৭৬৬ জন। সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।
Covid-19: কয়েক মাসের মধ্যেই বাজারে আসবে করোনার ট্যাবলেট, প্রস্তুতি শেষ পর্যায়ে
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭৪৪। শনিবার তা বেড়ে দাঁড়াল ৭৬২। যদিও মৃত্যুর সংখ্যা কমেছে। শুক্রবার এই সংখ্যা ছিল ১৩। শনিবার তা কমে হয়েছে ১১। সুস্থতার হারও বেড়েছে। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৫ হাজার ৬৪৫। সুস্থ হয়েছেন ১৫, ৩৯,২৪৪ জন। আর মহামারীর ছোবলে প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৭২৭ রাজ্যবাসী।