পুজোর মধ্যেই মিলল বড়সড় স্বস্তি। বেশ কিছুটা কমল পশ্চিমবঙ্গের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
সরকারি নির্দেশে কোভিড বিধি মেনে পুজোর (Durga Puja 2021) আয়োজন হলেও রাস্তায় মানুষের ঢল। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে সামান্য হলেও স্বস্তি দিল গত ২৪ ঘণ্টার রাজ্যের কোভিড গ্রাফ। একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৫৩০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
India covid update: দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ হাজার ৯৮৭, মৃত ২৪৬
স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Coronavirus) আক্রান্তদের মধ্যে ১০২ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ৯৭ জন। অর্থাৎ নিম্নমুখী ওই জেলার গ্রাফও।