গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা(Corona) আক্রান্ত হয়েছেন ৮৭৭ জন। যা গতকালের তুলনায় কিছুটা বেশি। তবে কমেছে দৈনিক মৃত্যু। একদিনে রাজ্যে করোনার(Covid-19) বলি ৯ জন। সুস্থতার হার গতকালের চেয়ে একটু কমে হয়েছে ৯৮.২৯ শতাংশ।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা(Corona) আক্রান্তদের মধ্যে ২৪২ জন কলকাতার(Kolkata)। দৈনিক সংক্রমণের নিরিখে শুক্রবারও ফের প্রথমে এই জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা(N24 Parganas) , সেখানে একদিনে আক্রান্ত ১৫৮ জন।
আরও পড়ুন- India Covid Update : দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ১১,১০৬ জন; মৃত ৪৫৯
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ০৮, ৩৯৩। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৮০, ৯২২। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৯৮ শতাংশ।