রাজ্যে(West Bengal) নতুন করে কোভিড আক্রান্ত(Covid Affected) হলেন ৪৬৫ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭৫৯০। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় (Kolkata) নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৫৪ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। উত্তর ২৪ পরগনায় North 24 Parganas) নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫। মৃত্যু হয়েছে ২ জনের। কোভিডে এখনও পর্যন্ত কলকাতায় মোট মৃত্যু হয়েছে ৫২৬০ জনের। উত্তর ২৪ পরগনায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৪৯৫২ জন। রাজ্যে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ১৯,৫৫৩।
আরও পড়ুন- Covid Booster Dose: বুস্টার ডোজ নিয়ে সোমবার বৈঠক বিশেষজ্ঞ কমিটির, আলোচনা হবে অতিরিক্ত ডোজ নিয়েও
রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে(Covid) আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ১৯ হাজার ৭২২ জন। কোভিডকে জয় করে ঘরে ফিরেছেন ১৫ লক্ষ ৯২ হাজার ৮৫৭৯ জন।