রাজ্যে(West Bengal) নতুন করে কোভিড আক্রান্ত(Covdi Affected) হলেন ৫০৭ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭৫৫৬। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় (Kolkata) নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৩৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় North 24 Parganas) নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১২১। মৃত্যু হয়েছে ৪ জনের। কোভিডে এখনও পর্যন্ত কলকাতায় মোট মৃত্যু হয়েছে ৫২৬২ জনের। উত্তর ২৪ পরগনায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৪৯৫৬ জন। রাজ্যে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ১৯,৫৬২।
আরও পড়ুন- India Covid Update : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ৬,৮২২ জন, মৃত ২২০
রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে(Covid) আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ২০ হাজার ২২৯ জন। কোভিডকে জয় করে ঘরে ফিরেছেন ১৫ লক্ষ ৯৩ হাজার ৯১ জন।