মঙ্গলবার সন্ধেতে স্বাস্থ্যভবনের (West Bengal Health Department) রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪৪০ জন। যাঁদের মধ্যে ১৭৭ জন কলকাতার বাসিন্দা।
দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। তৃতীয় স্থানে হুগলী। এদিন রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ২৭ হাজার ৯৩০ জন। কোভিডে রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যুর সংখ্য়া ১২।
এর ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৬৮৮ জন। ইতিমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লক্ষ ৭৯১ জন।