রাজ্যে কোভিড চিকিৎসা (Covid 19 Treatment) নিয়ে বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। বন্ধ করা হচ্ছে অধিকাংশ কোভিড হাসপাতাল (Covid Hospital) ও সেফ হোম (Safe Home)। জেলা পিছু একটি বা দুটি কোভিড হাসপাতাল বা কোভিড ওয়ার্ড রাখা হবে। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার জন্য চুক্তিভিত্তিক স্বেচ্ছাসেবকদেরও নিয়োগ করেছিল রাজ্য সরকার। তাঁদেরও ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে দু-একটি জায়গায় সেফ হোম রেখে এবার বাকি সব বন্ধ রাখা হবে। করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে, আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নিম্নমুখী কোভিড সংক্রমণ। সোমবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৬১৫ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭২৭।