পশ্চিমবঙ্গের সব পুরসভার ভোটপর্ব শেষ হবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে। কলকাতা হাই কোর্টে পুরভোট সংক্রান্ত একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
বৃহস্পতিবার সকালে রাজ্য নির্বাচন কমিশনের তরফে আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মামলা চলাকালীন বিজ্ঞপ্তি প্রকাশ কেন, সেই প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির।
কলকাতা হাই কোর্টে পুরভোট সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা এবং বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের করা আরেকটি মামলা, দুয়েরই শুনানি ছিল বৃহস্পতিবার। মামলার বিষয় ছিল, কেন রাজ্যের সব ক’টি পুরসভায় ভোট এক সঙ্গে করানো হচ্ছে না? আগেই এই সংক্রান্ত একটি হলফনামা জমা দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।
শুনানি-পর্বে বিজেপি-র আইনজীবী পিঙ্কি আনন্দ বলেন, ‘‘কমিশন জানিয়েছিল, কোভিড পরিস্থিতির জন্য তারা এক সঙ্গে ভোট করতে চাইছে না। ত্রিপুরায় ভোট হচ্ছে। ভোটে আপত্তি নেই। কিন্তু এমন কথা বলার পরেও বিজ্ঞপ্তি কেন প্রকাশিত হল?’’ কমিশনের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারিরও দাবি জানান তিনি।
বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি জানতে চান কমিশনের হলফনামায় বাকি পুরসভার ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে কিছু বলা হয়েছে কিনা। তার উত্তরে, অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, কলকাতার চিকিৎসা ব্যবস্থা ভাল হওয়ায় আগে ভোট হচ্ছে। ৩০ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে সব পুরসভায় ভোটগ্রহণ হবে।