রাজ্যে ফের উর্ধ্বমুখী দৈনিক কোভিড গ্রাফ । রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে(Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭৮৮ জন । একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের । এদিন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫৯ জন ।
সংক্রমণের নিরিখে কলকাতা (Kolkata) এখনও শীর্ষে । মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২০২ জন । মৃত্যু হয়েছে ৪ জনের । অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা । এই জেলায় একদিনে কোভিড আক্রান্ত হয়েছেন ১৪৬ জন । মৃত্যু হয়েছে ৪ জনের ।
Coronavirus Updates: ২৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন দেশের দৈনিক সংক্রমণ
রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯৯ হাজার ৮৭৯ । করোনায় মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৫২ জনের । রাজ্যের মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯১৬ ।