দীর্ঘ প্রতীক্ষার অবসান! আজ থেকে রাজ্যে খুলে গেল স্কুল(School Reopening) । ফের স্কুলমুখী হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা(Students) । করোনা আবহে পড়ুয়াদের জন্য সবরকম সুরক্ষা ব্যবস্থা নিয়েছে রাজ্য । স্কুলগুলিকে স্যানিটাইজ করা হয়েছে । প্রত্যেক ছাত্র ছাত্রীকে মাস্ক পরে স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও, প্রতিটি স্কুলে একটি শয্যাযুক্ত আইসোলেশন রুমের ব্যবস্থা থাকছে ।
পড়ুয়াদের সুবিধার্থে আধ ঘণ্টা আগেই মেট্রো সার্ভিস শুরু হয়েছে । বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যাও । সোমবার থেকেই আপ ও ডাউনে মোট ২৭২'টি ট্রেন চালানো শুরু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ।
Kolkata Metro: ছন্দে ফিরছে শহর, ২০ নভেম্বর থেকে শনি-রবিতেও মিলবে মেট্রো
অন্যদিকে, ৯ নভেম্বর পড়ুয়াদের যাতায়াতের জন্য পুলকারগুলিকে উপযোগী করে তোলার নির্দেশ দিয়েছিল রাজ্য পরিবহণ দফতর । কিন্তু, প্রায় দু'বছর পুলকার-পরিষেবা বন্ধ ছিল । সেক্ষেত্রে, সপ্তাহখানেকের নোটিসে কতটা সুরক্ষাবিধি মেনে পুলকারগুলি পথে নেমেছে, তা নিয়ে আশঙ্কা রয়েছে ।