রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩১ জন।
গত একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৩ হাজার ৮৪৫ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ।
দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ । দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা, একদিনে আক্রান্ত হয়েছেন ৭৮ জন।তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং, একদিনে আক্রান্ত ৭৪ জন।