আবারও সামান্য বাড়ল রাজ্যে দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭০৭ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে ফিরেছেন ৭২৩ জন। সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ কলকাতায়, একদিনে আক্রান্ত ১২৮। তারপরেই উত্তর ২৪ পরগনা, একদিনে আক্রান্ত ১১৯।মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২৪ হাজার ৯১৭