ঘূর্ণিঝড় ‘গুলাব’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপের চেহারা নিয়ে তেলঙ্গানায় অবস্থান করছে। ইতিমধ্যে ফের নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তরপূর্ব সাগরে। তার সম্ভাব্য গন্তব্য পশ্চিমবঙ্গের দিকে থাকলেও নতুন করে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সেটি সমুদ্রপথ পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসবে। এর প্রভাবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
এই নিম্নচাপের সব থেকে বেশি প্রভাব রাজ্যের উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পড়তে পারে। সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।