রাজ্য (West Bengal) জুড়ে জাঁকিয়ে পড়ে গেল শীত (Winter)। শুক্রবার এই মরশুমের শীতলতম দিন (The Coldest Day)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষে আরও নামবে পারদ। আকাশ পরিষ্কার থাকায় উত্তর ও পশ্চিমী হাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে কমবে তাপমাত্রা। কয়েকদিন থিতু হবে শীত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর (Weather Forecast), কলকাতা সব দক্ষিণবঙ্গে (South Bengal) আকাশ পরিষ্কার থাকবে। শুক্রবার রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) থাকবে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এই মরশুমে এটি সর্বনিম্ন তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা থাকবে।
আরও পড়ুন: কলকাতায় নামল পারদ, উত্তুরে হাওয়ার দাপটে স্থায়ী হবে শীত
আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল, শনিবার থেকে নামবে পারদ। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেড়েছিল জলীয় বাষ্প। যার ফলে আটকে গিয়েছিল শীত। নিম্নচাপ কাটতেই এক সপ্তাহের মধ্যে জাঁকিয়ে পড়ে গেল শীত।