ডিসেম্বর মাসের মাঝেই নামল পারদ। একধাক্কায় কলকাতার (Kolkata) তাপমাত্রা (Temperature) নামল ১৪ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শীত (Winter) এবার স্থায়ী হবে রাজ্যে। আগামী ২-৩ দিনে উত্তুরে হাওয়ায় নামবে আরও তাপমাত্রা। কলকাতা সহ জেলাগুলোর তাপমাত্রাও অনেকটাই কমবে। বড়দিনের আগে জাঁকিয়ে পড়বে শীত।
এতদিন নিম্নচাপের (Depression) জেরে শীত আটকে থাকলেও গত ২৪ ঘণ্টায় অনেকটাই নামল তাপমাত্রা। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
আরও পড়ুন: নামল পারদ, বুধবার কলকাতার তাপমাত্রা কত ?
এতদিন ভোর ও রাতের দিকেই তাপমাত্রা নামছিল। এখন দিনের বেলাতেও তাপমাত্রা নামবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।