এই সপ্তাহেও নিম্নচাপের (Depression) ভ্রুকুটি রাজ্যে। পুজোর আর মাত্র কটাদিন বাকি। এই উইকেন্ডেও শপিংয়ের (Puja Shopping) প্ল্যান ভেস্তে দিতে পারে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। কলকাতা সহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।
গত সোম আর মঙ্গলবার টানা বৃষ্টি হলেও সাময়িক বিরতি ছিল বুধ ও বৃহস্পতিবার। কিন্তু শুক্রবার থেকে বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তার ফলে শনি ও রবিবার ফের বৃষ্টি চলবে। কিছু জেলায় থাকবে হলুদ সতর্কতা। কলকাতা, দুই ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলী, হাওড়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার থেকে জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বন্যা পরিস্থিতিও ও দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্যের পক্ষ থেকে একাধিক জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বলা হয়েছে। দুর্যোগের আগে যে সব এলাকায় বাঁধ মেরামতের দরকার, তা করিয়ে নেওয়া হচ্ছে। NDRF-কেও তৈরি থাকতে বলা হচ্ছে। এরই মধ্যে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১২ জনের। তাই ভারী বৃষ্টিতে বিদ্যুৎ কর্মীদেরও বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে।