নিম্নচাপের (Depression) প্রভাব কাটিয়ে রাজ্যে আপাতত বাধাহীন উত্তুরে হাওয়া, সঙ্গে মেঘমুক্ত আকাশ । ৬ দিন পর, কলকাতায় ফের কুড়ির নীচে নামল তাপমাত্রার (Temperature) পারদ। উত্তুরে হাওয়ার হাত ধরে দক্ষিণবঙ্গে ফিরতে চলেছে শীতের আমেজ (Winter In kolkata)।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও নামবে পারদ। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি নিম্নচাপ এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh), তামিলনাড়ু (TamilNadu) উপকূলের দিকে। এর ফলে সপ্তাহান্তে ফের একবার পূবালি হাওয়ার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকবে। তার জেরে কমবে শীতের আমেজ।