পৌষের শুরু থেকেই শীতের(Winter) দাপট টের পাচ্ছে রাজ্যবাসী । বেশ কয়েকদিন ধরেই পারদ পতন অব্যাহত রয়েছে । তবে বুধবার কলকাতার(Kolkata) তাপমাত্রা সামান্য বাড়ল । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস । আকাশ মূলত পরিষ্কার থাকবে । বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধা পেতে পারে উত্তুরে হাওয়া । তাই আাগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে । সেক্ষেত্রে বড়দিনে(Chirstmas) তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে । ২৫-২৮ ডিসেম্বর পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
আরও পড়ুন, KMC Election 2021: জিতলেন জামাই, হারলেন শ্বশুর, তৃণমূলের ঘরোয়া দ্বন্দ্বে একই পরিবারে হাসি ও হতাশা
অন্যদিকে, প্রবল ঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারত(North India) । দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানায় শৈত্যপ্রবাহের(Cold Wave) সতর্কতা জারি করা হয়েছে ।