গত ২৪ ঘণ্টায় কিছুটা কমল রাজ্যের করোনা সংক্রমণ। গত একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন।
করোনা প্রাণ কেড়েছে ১২জনের। সুস্থতার হার ৯৮.০৫ শতাংশ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৮৪ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে এই জেলা।
দ্বিতীয় স্থানে দার্জিলিং। একদিনে সংক্রমিত সেখানকার ৬৪ জন। তৃতীয় স্থানে উঠে এসেছে নদিয়া। একদিনে এখানে ৪৯ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। কলকাতা রয়েছে চতুর্থ স্থানে।
সেখানে একদিনে সংক্রমিত ৪৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৪,২৯৬।