অবশেষে অপেক্ষার অবসান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ছাড়পত্র দিল ভারতে তৈরি করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিনকে। বুধবার বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে WHO।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এল সুখবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র ছাড়পত্র পেল কোভ্যাক্সিন। ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল হু-এর টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ।
Pfizer : ৫-১১ বছর বয়সীদের জন্য ফাইজার ভ্যাকসিনকে ছাড়পত্র আমেরিকার
সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে। WHO-এর যে সংস্থা স্বাধীনভাবে বিভিন্ন ভ্যাকসিনের কার্যকারিতা, গুণমান খতিয়ে দেখে ছাড়পত্র দিয়ে থাকে, ফেজ থ্রি ট্রায়ালের রিপোর্টের ভিত্তিতে যে ছাড়পত্র দিয়েছে তারা।