আগামী বছর টিকাকরণে বিরাট বড় সমস্যার সম্মুখীন হবে গোটা বিশ্ব। ২০০ কোটি ইঞ্জেকশন সিরিঞ্জের ঘাটতি হতে চলেছে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
কোভিড টিকাকরণের (Covid Vaccination) ফলে ইতিমধ্যেই ৭২৫ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এই সংখ্যা সাধারণত এক বছরে যত অন্যান্য টিকার ডোজ দেওয়া হয় তার দ্বিগুণ। হু-এর মেডিসিন অ্যান্ড হেলথ প্রোডাক্ট দেখভালের দায়িত্বের প্রধান লিসা হেডম্যান জানিয়েছেন, ২০২৩ সাল পর্যন্ত করোনা ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন করতে ৬৮০ কোডি ডোজ প্রয়োজন। কিন্তু সারা দুনিয়া জুড়ে বছরে সিরিঞ্জের উৎপাদন ৬০০ কোটি। হেডম্যান বলছেন, টিকাকরণের এই ধারা চললে আগামী বছর ২০০ কোটির বেশি সিরিঞ্জের ঘাটতি দেখা দেবে।
এই ঘাটতির ফলে এক সিরিঞ্জ একাধিকবার ব্যবহারের মতো ভয়ানক ঘটনাও ঘটতে পারে। যার ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে বাসা বাঁধতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, সিরিঞ্জের সূচ আগুন দিয়ে জীবাণুমুক্ত করার চেষ্টা করলেও তাতে ১০০ শতাংশ কাজ হয় না। ফলত, ২০২২ সালে এক নতুন সমস্যার সম্মুখীন হতে চলেছে বিশ্ব।